Khoborerchokh logo

চিলমারীতে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ সম্পাদক ,শামীম জেল হাজতে 78 0

Khoborerchokh logo

চিলমারীতে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ সম্পাদক ,শামীম জেল হাজতে

কুড়িগ্রামের চিলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস, এম শামীম মিয়াকে চাঁদাবাজি মামলায় চিলমারী মডেল থানা পুলিশ বুধবার গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
থানা সুত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চিলমারী ভাসমান ডিপো ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন থানাহাট বাজারে আসলে কথা বলার উদ্দেশে চিলমারী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শামীম মিয়া ও তার দলবল তাকে মটরসাইকেলে তুলে নিয়ে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তৎক্ষনিক ভাবে ১লক্ষ টাকা বুঝে নিয়ে ছেড়ে দেয় এবং বাকি টাকা দ্রুত দেয়ার জন্য চাপ দেয়। পরে ডিপো ইনচার্জ তোফাজ্জল হোসেন বাদি হয়ে শামীমসহ অজ্ঞাতনামা ৫ জনের নামে চিলমারী মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় শামীম মিয়াকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে চিলমারী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com